মণিরামপুর প্রতিনিধি
ঢাকুরিয়া ইউনিয়ন আনছার ভিডিপির কমান্ডার আবু কালাম তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন অপকর্ম কান্ডের বিরুদ্ধে মণিরামপুর নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ছোট স্ত্রী জাবেদা বেগম।সূত্রে জানাযায়, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন আনছার ভিডিপির কমান্ডার আবু কালাম এলাকার অসহায় নারী-পুরুষদের পুজা, নির্বাচনসহ বিভিন্ন অনুষ্ঠানের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য কর্মী এক হাজার থেকে দুই হাজার টাকা ঘুষের বিনিময় যশোর জেলার বিভিন্ন উপজেলা আনছার ভিডিপি অফিসের মাধ্যমে নিয়োগ করে থাকে। সে সুযোগে আবু কালাম স্বামী পরিক্ত্যতা ও অসহায় নারীদের দুবলতার সুযোগে কুপ্রস্তাব দেয়। তার কথায় রাজি না হলে তাকে ডিউটিতে নিবে না। এসব করতে করতে আবু কালাম পাঁচ জন নারীকে বিয়ে করে। বিয়ে করে কিছু দিন সংসার করার পর চালায় তার উপর ব্যাপক নির্যতান। এক স্ত্রী আদালতের মাধ্যমে একটি কন্যা সন্তানসহ আবু কালামকে তালাক দেয় আর এক স্ত্রী বিষ পান করে আত্মহত্যা করে বলে অভিযোগ। ২৮শে মে আবু কালামের স্ত্রী জাবেদাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এক পর্যায় কালাম ইট দিয়ে মাথায় আঘাত করতে গেলে তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। জাবেদা বেগম জানায়, আমার একটি সুন্দর সংসার ছিল। কিন্তু কালামের প্রলোভনে পড়ে স্বামী ও ছেলে রেখে তার হাত ধরে চলে আসলাম। কালামের সংসারে এসে দেখি তার আরো স্ত্রী আছে। সে আমার বিয়ের আগে সব কথা গোপন রেখেছে। বর্তমান আমাকে তাড়ানোর জন্য শারীরিক, মানসিক নির্যাতন করে চলেছে। আমি ইউএনও স্যারের কাছে সঠিক বিচারের জন্য অভিযোগ করেছি।