কণ্ঠ ডেস্কঃ দেশে করোনা সংক্রমণ পরিস্থিতিতে আমেরিকান, মালয়েশিয়ান ও ভুটানের নাগরিকদের পর এবার ঢাকা ছাড়ছেন ৩২৫ জন জাপানি কূটনীতিক ও নাগরিক।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফাইটে তারা ঢাকা ত্যাগ করবেন। জাপান দূতাবাসের মাধ্যমে দেশটির নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে এ ফাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ।বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপ (ক্যাব) বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফাইটে ঢাকা ছাড়েন ৩৫৬ মার্কিন নাগরিক ও কূটনীতিক। সঙ্গে ৭টি কুকুরও ছিল। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফাইটে ঢাকা ত্যাগ করেন ২২৫ জন মালয়েশিয়ান। তার আগে গত ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফাইটে ঢাকা ছাড়েন ভুটানের ১৩৯ জন নাগরিক।এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া এই ভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলেন ৫৪ জন। এর মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।