স্টাফ রিপোর্টারঃ যশোরের মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিঃ এর নির্বাচনকে কেন্দ্র করে বাধাগ্রস্থ করার জন্য সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা নিয়ম বর্হিঃভূত ভাবে কাজ করার এক অভিযোগ পাওয়া গেছে। এক অভিযোগে জানা গেছে, যশোর মোমিন নগর সমবায় শিল্প ইউনিয়ন লিঃ এর পিয়ন শাহাবুদ্দিন ও সহকারী হিসাব রক্ষক রেজেয়ানুল ইসলাম ও বর্তমান কমিটির সদস্য ইসহক আলীকে দিয়ে অফিস সময়ের পরও রাতের অন্ধকারে অফিস খুলে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও বিভিন্ন প্রাথমিক সমিতির কাগজপত্র তছনচ ও উলোট পালোট করে নির্বাচনকে বাধাগ্রস্থ ও নির্বাচন বন্ধ করার পায়তারা করছে। অত্র ইউনিয়নের নির্বাচন আগামী ২৯/০৯/২০২০ ইং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। । এ কারনে গত ৩১/০৮/২০২০ ও ০১/০৯/২০২০ তারিখ মনোনয়ন পত্র বিক্রয় হয় এবং ০৯/০৯/২০২০ ইং মনোনয়ন পত্র দাখিল করা হয়।গত ১০/০৯/২০২০ নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশ সহ নির্বাচন কমিটির অপর দুই সহযোগী পরিদর্শক ইকরামুল ইসলাম ও জেলা অডিটর মোস্তাফিজুর রহমান ১৮জন প্রার্থীর সকল কাগজপত্র যাচাই বাছাই করে সকলের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেন। উক্ত নির্বাচনের সকল প্রার্থী তাতে সন্তোষ প্রকাশ করেন। ইউনিয়ন সভাপতি ও সম্পাদক তাদের পক্ষীয় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে বিজয়ী করার জন্য অফিস সময়ের পরও রাতের অন্ধকারে অফিস খুলে প্রার্থীদের ব্যক্তিগত ফাইলপত্রের গুরুত্বপূর্ণ কাগজপত্র সরাইয়া তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে নির্বাচনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করার চেষ্টা করছে। । তার সুত্র ধরে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় থেকে রাত প্রায় সাড়ে নয়টা পযন্ত অফিস খুলে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরায়ে খুলনা বিভাগীয় সমবায় অফিসারের নিকট আপীল দায়ের করার পায়তারা করছে। তাদের এই সকল অপকর্মের বিরুদ্ধে নির্বাচনের সভাপতি রনজিত কুমার দাশের নিকট নির্বাচনের প্রার্থীরা লিখিত আবেদন করে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র যাতে সরিয়ে নির্বাচনকে বাধাগ্রস্থ করতে না পারে তার জন্য আবেদন করেছে ভুক্তভোগি মহল।