1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

০১ টি ট্রাক সহ ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক-০১

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২ বার সংবাদটি পাঠিত

গ্রেফতার অভিযানঃ ইং-১৫/০৯/২০২০ তারিখ রাত্র ১২.৪০ ঘটিকার সময় যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ জনাব, সোমেন দাশ, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আঃ মালেক সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন গাজীরদরগা ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট করা হয়। তথ্য অনুযায়ী ট্রাক নং-মৌলভী বাজার-ট-১১-০০১৭ টিমের কাছাকাছি পৌছালে দাড় করানোর জন্য সিগনাল দেওয়া হয়। কিন্তু‘ ট্রাক ড্রাইভার গাড়ি দাড় না করিয়া দ্রুত গতিতে যশোর শহরের দিকে চলে আসলে অভিযানরত টিম তাদের সাথে থাকা মাইক্রোবাস সহ উক্ত ট্রাকের পিছু ধাওয়া করিয়া অত্র মামলার ঘটনা¯’ল কোতয়ালী মডেল থানাধীন যশোর টু ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ী মোড়¯’ নতুন খয়েরতলা মোঃ মনির হোসেন এর টায়ার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর মাইক্রোবাস দিয়ে রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাকটি দাড় করায় এবং ট্রাক ড্রাইভার ১। মোঃ আজিজুর রহমান@ আজু (৪০), পিতা-মৃত. নুর ইসলাম, সাং-সাদিপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে গ্রেফতার করিতে সক্ষম হইলেও তার সাথে থাকা অপর আসামী, ২। সালাম(৩৫), পিতা-আব্দুল আলীম মোল্যা, সাং-সাদীপুর বেলতলার মোড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ আজিজুর রহমান স্বীকার করে তার বহনকৃত ট্রাকে অতিরিক্ত যে টায়ার রাখা আছে উক্ত টায়ারের মধ্যে মাদকদ্রব্য ফেনসিডিল রাখা আছে। তখন উপ¯ি’ত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী নিজ হাতে তার বহনকৃত ট্রাকের বডির নিচে ঝোলানো অবস্থা হইতে টায়ারটি নামাইয়া সর্ব মোট ২৯৩ (দুইশত তিরানব্বই)বোতল মাদকদ্রব্য ফেনসিডিল বাহির করিয়া দিলে উদ্ধার পূর্বক ট্রাক সহ ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা ঃ১। মোঃ আজিজুর রহমান @ আজু (৪০), পিতা-মৃত. নুর ইসলাম, সাং-সাদীপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। পলাতক আসামীর নাম ঠিকানাঃ২। সালাম(৩৫), পিতা-আব্দুল আলীম মোল্যা, সাং-সাদীপুর বেলতলার মোড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ২৯৩ (দুইশত তিরানব্বই)বোতল মাদকদ্রব্য ফেনসিডিল।
২। একটি ট্রাক যার নং-মৌলভী বাজার-ট-১১-০০১৭ ।
৩। একটি অতিরিক্ত টায়ার।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION