1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরে হত্যা মামলার আসামিদের হাতুড়ির আঘাতে বাদীর মৃত্যু

  • প্রকাশের সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১ বার সংবাদটি পাঠিত

মোস্তাকিম সাকিবঃযশোরের ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলার বাদী ইউনুস আলী (২৪) ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩১ আগস্ট ওই মামলার আসামিরা তাকে হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে।রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।নিহতের বড় ভাই আবুল হোসেন বলেন, গত ৩১ আগস্ট রাতে বাড়ি থেকে মণিরামপুর যাওয়ার পথে মদনপুর বাজারে পৌঁছালে যশোর সদরের ভাতুড়িয়া এলাকায় সন্ত্রাসী পান্নু ও তার দলবল হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে তাকে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করেন। সেই রাতেই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সে মারা যায়। রাতেই তার মরদেহ যশোরে আনা হয়।তিনি আরো জানান, ইউনুস ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলার বাদী ও প্রধান সাক্ষী। ইমরোজ সম্পর্কে তাদের ভাইপো। ইমরোজকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসী পান্নু ও তার বাহিনী।ইউনুস আলী যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের ওসমান মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন।মণিরামপুর থানার ইনসপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট করার পর এ ঘটনায় মামলা হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ জুলাই ভাতুড়িয়া এলাকায় মাছের ঘেরের পাশে ইমরোজকে (২৫) গুলি করে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি পান্নু।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION