স্টাফ রিপোর্টার: তিনটি গাঁজার গাছসহ রাকিব হাসান (২১) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতয়ালি থানা পুলিশ। রাকিব হাসান যশোর সদর উপজেলার রামনগর পুকুরকুল গ্রামের মোরশেদ আলীর ছেলে।
কোতয়ালি থানার এএসআই আল মিরাজ খান জানিয়েছেন, রাকিব হাসান তার বাড়ির পেছনে নাজমুল হুদা নামে এক ব্যক্তির পরিত্যক্ত জমিতে গোপনে গাঁজা গাছের চাষ করে আসছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা এবং রাকিব হাসানকে আটক করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।