স্টাফ রিপোর্টারঃ ফেইসবুকে ছদ্মবেশ ধারন করে নারী উত্যক্তকারী দুলাল খাঁ (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি চৌকস দল। এ সময় হয়রানীর কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও গ্রামীণ ফোন কোম্পানীর ১৬টি সীম কার্ড উদ্ধার করা হয়েছে। দুলাল খাঁ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের আলেপ খাঁ’র ছেলে।
পিবিআই যশোর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এসআই রেজোয়ান এর নেতৃত্বে একটি চৌকস দল ৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টার পর গোপালগঞ্জ জেলার নিজ বাড়ি হতে প্রতারক দুলাল খাঁকে গ্রেফতার করা হয়।
যশোর কোতয়ালি মডেল থানার মামলা নং ২৪ তারিখঃ ০৯/০৯/২০ ইং ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(১)(ক)/২৪(১)(খ) তৎসহ ৪০৬/৪১৯ পেনাল কোড এর বাদী এসএম রুহিনুল ইসলাম এর স্ত্রী আটক প্রতারক দুলাল খাঁ কর্তৃক প্রতারিত হয়ে পুলিশ সুপার পিবিআই যশোরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানকালে বাদিন আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে কোতয়ালি মডেল থানায় মামলা রেকর্ড করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই যশোরের এসআই রেজোয়ানসহ একদল পুলিশ তদন্তকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রাম থেকে দুলাল খাঁ কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুলাল খাঁ পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে স্বীকার করে বাদীর স্ত্রী
ফারজানা আক্তার রুপা ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পড়াশুনা করতো। স্কুলে পড়াকালীন সময়ে দুলাল খাঁ বাদীর স্ত্রীর সহপাঠী ছিল। দুলাল খাঁ বাদীর স্ত্রীকে মনে মনে পছন্দ করতো। কিন্ত বাদীর স্ত্রী ফারজানা জানতো না। গত ২২/০৮/২০ ইং বাদী তার স্ত্রীর মাধ্যমে জানতে পারে যে, দুলাল খাঁ অসৎ উদ্দেশ্যে এমডি রাকিবুল ইসলাম রাকিব নামীয় ফেইসবুক আইডিতে বাদীর স্ত্রী ও সন্তানের ছবি ব্যবহার কওে তাদের পরিচিত ও আত্মীয় স্বজনদেরকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাচ্ছে। দুলাল খাঁ নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে বাদীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য তার ব্যবহৃত কয়েকটি মোবাইল নম্বর থেকে বাদীর স্ত্রীর মোবাইল নাম্বারে এসএমএস পাঠাতে থাকে। বাদীর স্ত্রীর এসএমএস এর উত্তর না দেওয়ায় দুলাল খাঁ মোবাইল ফোনের মাধ্যমে বাদীর স্ত্রীকে হুমকী ও অপ্রীতিকর এসএমএস পাঠিয়ে মানসিকভাবে হয়রানী করতে থাকে। এমনকিট বাদীসহ তার পরিবারের লোকজনের ক্ষতি করবে বলে বিভিন্ন সময়ে হুমকী দেয়। দুলাল খাঁ একজন প্রতারক। সে নিজের প্রকৃত নাম পরিচয় গোপন ও ছদ্মবেশ ধারণ কওে বাদীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। দুলাল খাঁ বৃহস্পতিবার দুপুরে যশোরের আদালতের বিজ্ঞ বিচারকের সামনে স্বেচ্ছায় তার অপকর্ম স্বীকার কওে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজোয়ান জানিয়েছেন।