স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক ইউনিয়ন যশোরের কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু অসুস্থ অবস্থায় হাসাতালে চিকিৎসাধীন আছেন। ডায়াবেটিক, প্রসাবে ইনফেকশনসহ শরীরের আরও কিছু সমস্যার কারণে বুধবার তাকে যশোর সিটি হসপিটালে ভর্তি করা হয়। বর্তমান সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
অসুস্থ এ নেতার সুস্থতা কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি।