স্টাফ রিপোর্টারঃ গত ৭ সেপ্টেম্বর বিদাগত রাতে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা দত্তপাড়ার দুইটি বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। তিন দুর্বৃত্ত রাতের আঁধারে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গহনাসহ ২ লাখ ৬ হাজার ৬শ’ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
দত্তপাড়ার রবীন্দ্রনাথ দত্ত কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার স্ত্রী ও তিন ছেলে মেয়ে। ছেলে মেয়েরা বাড়িতে থাকে না। তার স্ত্রীকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। আর তার ভাইয়ের বিধবা স্ত্রী দূর্গা রাণী দত্ত পাশের বাড়িতে থাকেন। ৮ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির মধ্যে শব্দ হলে তিনি ঘুম থেকে উঠেন। সে সময় তিন যুবক অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে। এরপর ঘরের মধ্যে থাকা ১ ভরি ৬ আনা ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা, নগদ ২০ হাজার টাকা, ২টি বিছানার চাদর, ৪টি শাড়ি এবং এেকটি মোবাইল ফোনসেট নিয়ে নেয়। পরে তারা ঘর থেকে বের হয় এবং তার ঘরের বাইরে থেকে ছিটকানি নিয়ে পাশের তার ভাইয়ের স্ত্রীর বাড়িতে যায়। সেখানেও একই ভাবে তাকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা এবং একটি সোনার কানের দুল নিয়ে যায়। সকালে তিনি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে।