তহিদুজ্জমান সজীবঃ মফস্বল এর এক কোনা থেকে উঠে আসা এক অদম্য যোদ্ধা মোস্তাকিম আল রাব্বি সাকিব। তার লক্ষ্য ছিল মানব সেবা ও সমাজ উন্নয়ন মূলক কাজ করা। কিন্তু তার বয়স ছিল খুব অল্প। কিন্তু সে থেমে থাকেনি কাজ করে গেছে ক্লাস ৭ থেকে। মণিরামপুর উঠে আসা আর একজন সেচ্ছাসেবী যার নাম মোস্তাকিম আল রাব্বি সাকিব যার লক্ষ্য সমাজের কল্যাণ ও মানব সেবা করা। সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সে। কিন্তু তাতে কি যায় আসে!
মোস্তাকিম আল রাব্বি সাকিব যুক্ত আছে মণিরামপুরের নামকরা অনেক সামাজিক সংগঠনের সাথে। সে দায়িত্ব পালন করছে প্রত্যয় সমাজ উন্নয়ন মূলক সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে। সে এই কাজেই থেমে নেই, রক্ত দানের বাঁচে মানুষের প্রাণ। সে আর দায়িত্ব পালন করছে মণিরামপুর ব্লাড সোসাইটির – উপ পরিচালক রক্ত দান হিসাবে। আর বিভিন্ন সংগঠনের সাথে। যেমনঃ ইউনিটি ক্লাব – যশোর, বিডি ক্লিন।
সাম্প্রতিক সময়ে শুরু হওয়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সেচ্ছাসেবক হিসাবে কাজ করছে মোস্তাকিম আল রাব্বি সাকিব প্রশাসনের সাথে। প্রশাসনের সাথে ঘুরেছে করোনা আক্রান্ত প্রতিটি রোগির বাড়ি। খোজ খবর নিচ্ছে তাদের।
মণিরামপুরের সাবেক ইউএনও এর নেতৃত্বে করোনা ভাইরাস জনিত দূর্যোগ মোকাবেলায় গঠিত ৫০০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী টিমের সদস্য মোস্তাকিম আল রাব্বি সাকিব। জীবাণুনাশক স্প্রে চলাকালীন সময়ে কাজ করতে দেখা যায় তাকে।
আর একটা পরিচয় আছে তার। প্রতিদিনের কন্ঠের – নির্বাহী সম্পাদক সে।খুব অল্প বয়সে ছিনিয়ে নিয়েছে সেই পদ টাকে। এই বয়সে যার চিন্তা করার কথা ছিল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
সে এখন কাজ করছে দেশের জন্য। মোস্তাকিম আল রাব্বি সাকিবের চিন্তা ধারা কাজ করে যেতে চাই সমাজ উন্নয়ন ও মানবসেবা করে। এইভাবে এগিয়ে যাক সে দেশের কাজে। মানুষের সেবা করে যেতে চাই মোস্তাকিম আল রাব্বি সাকিব। তার জন্য সকলের তার জন্য দোয়া করবেন।