1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

দুই উপ-নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি

  • প্রকাশের সময় সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২০৮ বার সংবাদটি পাঠিত

ডেস্ক রিপোর্টঃ করোনা মহামারী ও বন্যার প্রাদুর্ভাবের মধ্যে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করে এই উপ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। রোববার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আমরা মনে করি এই তফসিল একেবারেই সময়োপযোগী হয় নয়। দেশের এই চরম দুঃসময়ে করোনাভাইরাসের সংক্রামণে যখন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন যখন মানুষ মারা যাচ্ছে, যখন আতঙ্ক ছড়িয়ে আছে সারা দেশে। যেখানে সরকার থেকেও সোশ্যাল ডিসটেনসিং এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, সেই সময়ে ভোটগ্রহণটা একেবারেই গ্রহণ যোগ্য নয়। করোনার এই সময়ে এই ধরণের ভোট গ্রহণের পরিকল্পনা রাজনীতির উদ্দেশ্যে প্রণোদিত বলে আমরা মনে করি। এই কারণে এই উপনির্বাচনে আমাদের অংশগ্রহন করা সম্ভব হচ্ছে না।বিএনপি মহাসচিব বলেন, আমরা এর আগে সব নির্বাচনে অংশগ্রহন করেছি। বর্তমান প্রেক্ষিতে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নিজ বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন।উল্লেখ্য, আগামী ১৪ই জুলাই বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই দুই আসনে গত ২৯শে মার্চ ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এটা স্থগিত করা হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION