নিজস্ব প্রতিবেদক
রমজান মাসকে সামনে রেখে অভয়নগরে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের দোকান উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় সিংঙ্গাড়ী বাজারে এই নিত্যপন্যের দোকান উদ্বোধন করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল। উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আমীর অধ্যাপক সরদার শরীফ হুসাইন, ব্যবসায়ী ও সমাজ সেবক মতিয়ার রহমান, যুব বিভাগের সভাপতি মো: শেখ মাসুদ রানা, শুভরাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলোনা জহুরুল ইসলাম প্রমুখ। স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের দোকানের উদ্যোগ গ্রহণ করায় জেলা আমীর স্থানীয় নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন। এর মাধ্যমে সাধারণ ক্রেতারা কিছুটা হলেও সাশ্রয়ী মুল্যে নিত্যপন্য ক্রয় করতে পারবেন বলে জানান তিনি। সভাপতিত্ব করেন বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সিরাজুল ইসলাম।