1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

গোপালপুরে বন্ধন সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

  • প্রকাশের সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৪ বার সংবাদটি পাঠিত

আলতাফ হোসেন

যশোরের মনিরামপুর উপজেলার গোপালপুর,খানপুর এলাকায় বন্ধন সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।১৩ ই জুন শুক্রবার সকালে ক্যাম্পের কার্যক্রম শুরু হয় এবং তা দিনব্যাপী চলে।উক্ত ক্যাম্পিংয়ে বন্ধন সংস্থার সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা শাহিন আলম,রবিউল ইসলাম ও আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রায়হান কবির,নেহালপুর মানবতার সংস্থার সভাপতি মশিয়ার রহমান,নব দিগন্ত ফাউন্ডেশনের সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং বন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি তাজুল ইসলাম।ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধনের অন্যান্য সদস্যবৃন্দ।এমন জনসচেতনতা এবং মানবিক সহায়তার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে নারী-পুরুষসহ মোট ২০০ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করা হয়।এতে শিশু,কিশোর,যুবক ও বৃদ্ধসহ সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভ
াবে অংশগ্রহণ করেন।স্থানীয় জনসাধারণ এই মানবিক উদ্যোগের জন্য বন্ধন সামাজিক উন্নয়ন সংস্থাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বলেন আমরা এক মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলেছি।এমন একটি সমাজ গড়তে চাই,যেখানে অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।তিনি আরোও বলেন ভবিষ্যৎতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বন্ধন সামাজিক উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য।মানবিকতা,সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই সংগঠনটি এক উন্নত ও মানবিক সমাজ গঠনে কাজ করে যেতে চায়।আপনাদের দোয়া কামনা করেই সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION