1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মনিরামপুরে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন মতুয়া সম্মেলন

  • প্রকাশের সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৪ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামে অবস্থিত শ্রীশ্রী শান্তিহরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী “মতুয়া সম্মেলন ও মহোৎসব” শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় আয়োজক, ভক্ত ও স্থানীয় জনগণের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ভূমিকায় প্রশংসার জোয়ার বইছে।
সম্মেলনের দ্বিতীয় দিন, ১১ জুন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় পাচ হাজারো ভক্তের আগমনে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। যদিও শুরুতে নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ ছিল, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না ও প্রশাসনের সক্রিয় উপস্থিতিতে তা খুব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
ইউএনও নিশাত তামান্না নিজে সরাসরি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে দিকনির্দেশনা দেন। তাঁর এ উপস্থিতি আয়োজকদের মনে আস্থা ও সাহস জোগায়।
এছাড়া সম্মেলনের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবলুর রহমান খান সরেজমিনে দায়িত্ব পালন করেন। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও নজরদারি ছিল লক্ষ্যনীয়।
এসময় যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানের পক্ষ থেকে আয়োজক কমিটিকে উপহার সামগ্রী তুলে দেন মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবলুর রহমান খান।
আয়োজক কমিটির সভাপতি মহানন্দ মন্ডল জানান, “শুরুতে কিছুটা উদ্বেগ থাকলেও প্রশাসনের সহযোগিতায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। ইউএনও ম্যাডামসহ সবাই যে আন্তরিকতা ও দায়িত্বশীলতা দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে।”
ভক্ত ও স্থানীয়রাও প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, ধর্মীয় এমন আয়োজনে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ সমাজে সম্প্রীতির বার্তা দেয় এবং ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করে।
পরিশেষে ইউএনও নিশাত তামান্না বলেন, “জনগণের ধর্মীয় ও মানবিক অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবসময় পাশে থাকতে চাই। এ ধরনের উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াই আমাদের দায়িত্ব ও সাফল্য।”

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION