নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানে ওড়না পেচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) গৃহবধূর মৃত্যু৷ বুধবার বিকেলে নড়াগাতী থানার ঘোষবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন আক্তার শারমিন কালিয়া উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুটি মেয়ে রয়েছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিরিন আক্তার শারমিন এবং স্বামী পান্নু শেখকে নিয়ে ঢাকাতে থাকেন। সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন শারমিন। আজ বুধবার বিকালে শারমিন তার সন্তানদের নিয়ে যশোর বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে মধ্যে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর আসলে তার ওড়না ইজিভ্যানের চাকায় পেঁচিয়ে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তার সাথে থাকা সন্তানরা সুস্থ রয়েছেন।এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।