স্টাফ রিপোর্টার
যশোরের মনিরামপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া পুলিশের সোর্স কামরুল ইসলাম আজ মঙ্গলবার ২০মে সকালে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। কামরুল খেদাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মোসলেম গাজীর সন্তান। মাদক ব্যবসায়ীদের অত্যাচারে বেলা ৯টার দিকে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, চিহ্নিত মাদক ব্যবসায়ী কদমবাড়িয়া গ্রামের মফিজুরের ছেলে মাসুদ এবং বিচারক জাকারিয়ার ছোট ভাই আবু সিনাহা সহ আরও ৮-৯ জন কামরুলের উপর হামলা চালায়। হামলাকারীরা কামরুলকে বেধড়ক মারধর করে এবং তার বাড়ি-ঘরে লুটপাট চালায়। এসময় দুইটি মোবাইল ফোন, প্রায় ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা।
কামরুলের কারণে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারছিল না, যার ফলে তার উপর এই বর্বর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কামরুলকে উদ্দ্বার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে কামরুল মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। কামরুলের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।