নিজস্ব প্রতিবেদক
দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, মণিরামপুর প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত রবিবার রাত ১০ ঘটিকার দিকে হটাৎ করে রক্তচাপ ও ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার সে অসুস্থ বোধ করলে জরুরি ভাবে তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার্ড করা হয়। তার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে যান যশোর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মুছা, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শহীদ মোহাম্মদ ইকবাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
বর্তমানে আসাদুজ্জামান মিন্টু আগের থেকে কিছুটা সুস্থ বোধ করছেন। মনিরামপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন সে।