খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ চলমান অস্থিরতা ও শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দূর করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।আজ (২৪ এপ্রিল) বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কুয়েটের উপাচার্য ড. মুহাম্মাদ মাছুদ ও উপ-উপাচার্য ড. শেখ শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে উদ্ভূত সংকট সমাধান ও শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেয়া হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্বে নিয়োগ করা হবে।প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়, যা আরও উত্তেজনার জন্ম দেয়। শিক্ষার্থীরা পরবর্তীতে আন্দোলনকে একদফা—উপাচার্য অপসারণের দাবিতে রূপান্তরিত করে।