খুবি প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের একদফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৩ এপ্রিল) খুবির সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করেছেন।পাশাপাশি আজ দুপুর ২টায় হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও খুলনা নগরীর জিরো পয়েন্টে সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা।খুবির শিক্ষার্থীরা জানান, কুয়েটের ঘটনাকে বিচ্ছিন্ন না ভেবে এটি সারাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রদল ও বহিরাগতদের হামলার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন এবং ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে বিভিন্ন অভিযোগে একাধিক শিক্ষার্থীকে বহিষ্কার ও মামলা দেওয়া হয়, যার প্রতিবাদেই এই আন্দোলনের সূত্রপাত।খুবির শিক্ষার্থীরা মনে করছেন, এ ধরনের দমনমূলক আচরণ দেশের শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশকে হুমকির মুখে ফেলছে।