নিজস্ব প্রতিবেদক,মনিরামপুর
যশোরের মনিরামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের গোপন বৈঠকের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৪ ই এপ্রিল সন্ধ্যায় মনিরামপুর অডিটোরিয়াম এর সামনে গোপনে কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মিটিং করছিলেন।ছাত্রলীগের গোপন মাধ্যম থেকে জানা যায়,” মিটিং এ সাবেক ছাত্রলীগ নেতা পরিমল হত্যা মামলার আসামি কাউন্সিলর আদম আলীর ছোট ভাই জামাল উপস্থিত ছিলেন।” মিটিং এর খবর এবং জামালের উপস্থিতির খবর টের পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সেখানে ছুটে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপস্থিতি টের পেয়ে যে যার মতো এলোমেলো দৌড়ায়ে পালিয়ে যায়। এসময় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী দূর্গাপুর গ্রামের হৃদয় ওরফে দাবা হৃদয়কে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। হৃদয় নিজেকে ছাড়িয়ে দৌড়ে মাছ বাজারে আশ্রয় নেয় সে সময় দূর্গাপুর গ্রামের মনিরামপুর পৌর যুব দলের এক নেতা তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে কয়েকজন নেতা কর্মীর ওপর উল্টো আঘাত হানে। আঘাতে ছাত্রদল নেতা রাশেদ সহ ৩/৪ জন আহত হয়েছেন। উল্লেখ্য গত ১৯ ই জুলাই ছাত্রলীগ কর্মী হৃদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ বিষয়ে একটি মামলা ও হয়েছে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
(বিস্তারিত আসছে)