মণিরামপুর(যশোর)প্রতিনিধি
মণিরামপুরে বিনামূল্যে সুবিধাবঞ্চিত ২৮ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে মণিরামপুর ইলাহী বখশ মাদ্রাসা মিলনায়তনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে ও আশরাফ ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মাদ গাজী, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, জেলা ঈমাম পরিষদের সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল প্রমুখ।