অভয়নগর(যশোর)প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির কর্মকৌশল নির্ধারণে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান শিক্ষক ও এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাউবির আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) সেখ সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাউবির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সোলায়মান হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ, সাংবাদিক মল্লিক খলিলুর রহমান, শিক্ষক শেখ মো: গোলাম রাব্বানী প্রমুখ। সভায় এসএসসি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীসহ বিশেষ চাহিদা সম্পন্ন ও ঝরে পড়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।