অভয়নগর(যশোর)প্রতিনিধি
অভয়নগরে আতিয়ার মোস্তারী ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টা থেকে আদিলপুর বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাঘুটিয়া ইউনিয়নের ১১ টি সরকারি ও ২ টি কেজি স্কুলের ৫ম শ্রেণির ৬ জন ট্যালেন্টপুল ও ৯ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিভাগদী নিবাসী সানট্রাস্ট লিঃ এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার, সাবেক চেয়ারম্যান হাশেম আলী, প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার শেখ, সান ট্রাস্ট লি. এর কর্মকর্তাগণ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব তুষার কান্তি বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিলপুর বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শিশির কুমার বিশ্বাস।