অভয়নগর(যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগরে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিক পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রæয়ারী) দুপুরে নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন ইউনিয়নের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। সমিতির ৯৮৬ নং সদস্য মৃত আব্দুর রশিদ সরকার, ১৭৭ নং সদস্য মৃত আবুল হোসেন ও ২৫৭৩ নং সদস্য মৃত আবুল কাশেমের পরিবারের হাতে এ চেক হস্তান্তর করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে চেক পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন মৃত শ্রমিক পরিবারের সদস্যরা। তারা বলেন, পরিবারের অভিভাবক হারিয়ে আমরা সর্বশান্ত। সমিতির পক্ষ থেকে পাওয়া এই টাকা সংসারের কাজে লাগাতে পারবো। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।