1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার সংবাদটি পাঠিত
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অভয়নগর(যশোর)প্রতিনিধি

মেডিকেল ভর্তি পরীক্ষায় অভয়নগরের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যলয়ের প্রাক্তন নয়জন শিক্ষার্থী এবছর দেশের স্বনামধন্য বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের এমন সাফল্যে আনন্দে ভাসছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ উপলক্ষে রোববার সকালে মেধাবী সেই নয়জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, উপজেলার বুইকরা গ্রামের গোলাম রসুল শেখের ছেলে তাসনিম ফেরদাউস ঢাকা মেডিকেল কলেজে উত্তীর্ণ হয়েছেন ও সারাদেশে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়াও উপজেলার চলিশিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে জাবের আব্দুল্লাহ চাদপুর মেডিকেল কলেজ, বুইকরা গ্রামের ডালিম সরদারের মেয়ে মারোয়া তাবাচ্ছুম হবিগঞ্জ মেডিকেল কলেজ, বুইকরা জগবাবুর মোড় এলাকার নিশাত তাসনিম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নওয়াপাড়া মডেল স্কুল রোডের সৌমিক বিশ্বাস মুগদা মেডিকেল কলেজ, ভাঙ্গাগেট এলাকার তাসনিম ইসলাম খুলনা মেডিকেল কলেজ, মডেল স্কুল রোডের সপ্তর্ষি বিশ্বাস পটুয়াখালী মেডিকেল কলেজ, ধোপাদী পূর্বপাড়ার মুনসুর রহমান মোল্যার ছেলে ইসাসুল হাসান সামুক এসএজি ওসমানী মেডিকেল কলেজ, নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকার আব্দুল মান্নানের ছেলে আবির আহসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সংবর্ধনা শেষে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, আমাদের স্কুলের প্রাক্তন নয়জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পাওয়ায় আমরা গর্বিত। তাদেরকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION