অভয়নগর(যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ কারিগরি বোর্ড অনুমোদিত নওয়াপাড়া টেকনিক্যাল ইন্সটিটিউটের ৬মাস মেয়াদি বেসিক কম্পিউটার কোর্সের প্রাতিষ্ঠানিক ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠান প্রধান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আলাউদ্দিন শেখ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান অপু, মো. আশিকুর রহমান, বাশার বিল্লাহ, জান্নাতুল ফেরদৌস, মিফতাহুৃল জান্নাত মিম, সুমনা, জান্নাতি খাতুন, মো. জুবায়ের হোসেন, মো. ঈবাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে পরীক্ষার ফলাফল প্রকাশের পর ডাটাবেস প্রোগ্রামিং কোর্সে প্রথম স্থান অধিকারী ঈবাদুল রমজান, দ্বিতীয় স্থান অধিকারী ফারজানা সুলতানা, তৃতীয় স্থান অধিকারী ফয়সাল জামিল এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোসে প্রথম স্থান অধিকারী জান্নাতি খাতুন, দ্বিতীয় স্থান অধিকারী সুমনা এবং তৃতীয় স্থান অধিকারী মীর সৈকত হাসান বাপ্পীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।