এম কামরুজ্জামান ,স্টাফ রিপোর্টার,(শ্যামনগর)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১লা জানুয়ারি বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিটি মহাসিন ডিগ্রী কলেজ থেকে পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবলাতলা মোড়ে শেষ হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম সম্পাদক এডঃ আশেক এলাহী মুন্না,যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবর ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফুজ্জামান আরিফ প্রমুখ। উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যালী শ্যামনগরের সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক আবুবক্কর, বেলাল হোসেন, মোস্তফা কামাল, কলেজ ছাত্রদলের আহবায়ক উজ্জ্বল সহ আরো নেতৃবৃন্দরা।