1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

‘পররাষ্ট্রনীতি প্রণয়নে সব দলের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন’

  • প্রকাশের সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার সংবাদটি পাঠিত
মাহফুজ আলম (ফাইল ফটো)

কণ্ঠ ডেস্ক

পররাষ্ট্রনীতি প্রণয়নের সময় সব দলের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক সংলাপে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও মাহফুজ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময়ের পরে মাহফুজ আলম বলেন, ‘সব ধরনের রাজনৈতিক দলের মধ্যে আমাদের একটি বড় ধরনের সংলাপ দরকার। আমাদের দরকার হচ্ছে সবাইকে নিয়ে বাংলাদেশে একটি জাতীয় ঐকমত্যের দিকে এগোনো। পররাষ্ট্রনীতির বিষয়ে ঐকমত্য জাতীয় ঐক্যের জায়গা থেকে হয়। সরকার অদলবদলের ভিত্তিতে কোনও রদবদল হয় না।’আওয়ামী লীগ আমলের বিষয়ে তিনি বলেন, ‘গত সরকার হঠকারিতার চেয়ে বেশি করেছে যে তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। সরকারের দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য। যদি আমাদের কোনও ধরনের হঠকারিতা বা কোনও রকম ভুল থাকে, সেটি আমরা শোধরানোর চেষ্টা করি। এটি হচ্ছে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।’ ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়’– এটি আমাদের মটো আকারে ছিল। এটি খুব বেশি পরিবর্তন হয়নি। আমরা চাই সবার সঙ্গে বাস্তবধর্মী সম্পর্ক, সব দেশের সঙ্গে।’ এখানে অ্যাডভেঞ্চারিজম বা হঠকারিতার জায়গা নেই বলে তিনি জানান।শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি দরকার, সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ। কোনও ধরনের হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা– এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে শক্তি বাড়াতে পারি সেটির দিকে মনোযোগ দিতে চাই।’ কোন রাষ্ট্র কী করলো সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে—আমাদের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দরকষাকষির ক্ষমতা বাড়ানো।’ বাংলাদেশ যদি সক্ষমতা বাড়াতে পারে, তবে দরকষাকষির ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলে বলে তিনি জানান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION