অভয়নগর(যশোর)প্রতিনিধি
আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর আগমন উপলক্ষে নওয়াপাড়া পৌর যুব জমায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার শংকরপাশা হাইস্কুল গেট থেকে শুরু করে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল রাজঘাট এলাকা ঘুরে বাইপাস সড়ক হয়ে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত প্রদক্ষীণ করে। পরে শোভাযাত্রাটি সরকারী হাইস্কুল গেট এলাকায় এসে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইন, অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রটারি অধ্যাপক মহিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. আশিকুজ্জামান, থানা যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মো. ইউনূস আকুঞ্জি প্রমুখ।