অভয়নগর প্রতিনিধি
“আল্লাহ তায়ালার ফরজ বিধান, এসো শিখি আল কুরআন” এই স্লোগানে যশোরের অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা ময়দানে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার ঢাকা উত্তরার চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ। প্রধান মেহমানের বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উক্ত মাদ্রাসার ঢাকা উত্তরার পরিদর্শক মাওলানা সোলায়মান হোসেন নোমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ওয়ালিউল্লাহ বরকাতি।
এ সময় আরও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবুল হাসান মাওলানা মঈনুদ্দীন ফারাজী, আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশন নওয়াপাড়ার পরিচালক মইনুল ইসলাম, আন্তর্জাতিক কারী মোহাম্মদ আব্দুল্লাহ, রোটারিয়ান সরদার আজিজুর রহমান প্রমুখ।