1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

হরিণাকুন্ডুতে জমি নিয়ে বিরোধ, ১জনের মৃত্যু

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার সংবাদটি পাঠিত
হরিণাকুন্ডুতে জমি নিয়ে বিরোধ, ১জনের মৃত্যু

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের কিলঘুষিতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার শিংগা গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের স্বপন আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির সাথে এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে স্বপন ও তার পরিবারের সাথে। এ নিয়ে ওই গ্রামের বাজারে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। পরে মাটিয়ে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু’জনের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। শুনেছি স্বপন তার গলাই গামছা দিয়ে টেনেহেঁচড়া নিয়ে বেড়াচ্ছিল। পরে মাটি লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহতের ছেলে পলাশ বলেন, সকালে আমার বাবাকে মারধর করেছে স্বপন। তাকে গলাই গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION