ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার সোনাতনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক চঞ্চল বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় এক বিএনপি কর্মীকে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিএনপি কর্মী স্বপন মিয়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিএনপি কর্মী স্বপন মিয়া জানান, চঞ্চল বিশ্বাস সোনাতনপুর পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকে এলাকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে করছেন। কেউ প্রতিবাদ করলেই তাকে নানা ভাবে নির্যাতন করা হয়। আমি আমার এলাকার মানুষের হয়রানি নিয়ে কথা বলেছিলাম। সেকারনে আমাকে মামলার ভয় দেখিয়ে তিনি কয়েক দফায় আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু টাকা নিয়েই ক্ষ্যান্ত হননি, আমাকে একবার অটক করে ব্যাপক নির্যাতন করে। পরে আমার পরিবারের লোকজন ১ লাখ ২০ হাজার টাকা দিলে ছেড়ে দেয়। আমি ওই পুলিশ কর্মকর্তার শাস্তি চাই। অভিযোগের বিষয়ে জানতে উপ-পরিদর্শক চঞ্চল বিশ্বাসের ব্যবহৃত মোবাইলে কল করলে তিনি অস্বীকার করেন এবং বিভিন্ন অযুহাত দেখাতে থাকেন। এরপর সরেজমিন সোনাতনপুর পুলিশ ফাঁড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ জানান,বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী ওই বিএনপি কর্মী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।