1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সড়কের পাশে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

  • প্রকাশের সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার সংবাদটি পাঠিত

যশোরের মনিরামপুরে খাল বাটভিলা এলাকায় একটি মাঠ থেকে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহতের নিচের পাটির কয়েকটি দাঁত ভাঙা। বাঁ চোখে ক্ষতচিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মাঠে লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ।নিহত জহুরুল ইসলাম ওই উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ ছানার ছেলে। উপজেলার কোনােখোলা বাজারে তাঁর পাইপের দোকান রয়েছে।

স্থানীয় গোবিন্দপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম  বলেন, মঙ্গলবার রাত ৮টার পর দোকান বন্ধ করে বাজার থেকে বেরিয়ে পড়েন জহুরুল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে দুর্বাডাঙ্গা বাজার থেকে পূর্বদিকে মাঠের মধ্যে রাস্তার পাশে জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী প্রতিদিনের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, জহিরুল ইসলাম নামে একজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION