1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যেসব প্রেক্ষাগৃহে মৌসুমী হামিদের ‘নয়া মানুষ’

  • প্রকাশের সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার সংবাদটি পাঠিত
‘নয়া মানুষ’-এ মৌসুমী হামিদ

কণ্ঠ ডেস্ক

বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মৌসুমী হামিদ অভিনীত সোহেল রানা বয়াতির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নয়া মানুষ’। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে সিনেমাটি রাজধানীর মাল্টিপ্লেক্সসহ দেশের মোট ৭টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের পান্থপথ ও মিরপুর শাখা ছাড়াও মুক্তি পেয়েছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটার, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এবং ময়মনসিংহের পূরবী সিনেমা হলে।বয়াতি আগেই জানিয়েছেন, মুক্তির প্রথম দিন থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবির কলাকুশলীদের নিয়ে ‘নয়া মানুষ’ উপভোগ করবেন। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরি হয়েছে ছবিটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ। দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION