1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন মৌনী রায়

  • প্রকাশের সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার সংবাদটি পাঠিত

বিনোদন কণ্ঠ

ভ‚তের ছবিতে অভিনয় করা এক রকম। আর যদি সেই ধরনের সিনেমার শুটিংয়ের মাঝেই হঠাৎ বাস্তবে কিছু ভয়ংকর ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে তা ভিন্ন অভিজ্ঞতা। এদিকে বলিউড অভিনেত্রী মৌনী রায় ভ‚তের ভ‚মিকায় অভিনয় করেছেন। পাশাপাশি ঠিক ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে মৌনী রায় অভিনীত ভৌতিক-কমেডি ছবি ‘দ্য ভ‚তনি’। যেখানে সঞ্জয় দত্ত একজন ভ‚তের ভ‚মিকায় অভিনয় করেছেন। বর্তমানে মৌনী তার আসন্ন ছবির প্রচারও করছেন। সেখানেই অভিনেত্রী তার সঙ্গে ঘটে যাওয়া এক পুরোনো ঘটনার কথা তুলে ধলেছেন। যে হোটেলে মৌনী উঠেছিলেন সেখানে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশের চেষ্টা করেছিলেন। যে ঘটনার কথা ভেবেই আজও শিউরে উঠছেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, ‘ওই শহরটা আমার কাছে একদম নতুন ছিল। আমি নিজেও তখন একটা ছোট শহরে থাকতাম। কেউ আসলে হোটেলে আমার ঘরের চাবি চুরি করেছিলেন। তাই আমার ঘর খোলার চেষ্টা করছিলেন। তবে যেটা ভালো বিষয়, তখন আমি একা ছিলাম না। আমার ম্যানেজারের সঙ্গেই ছিলাম। যখন আমরা বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি।’ মৌনীর ভাষ্য, ‘আচমকা এমন ঘটনায় প্রথমে ঘাবড়ে যাই। তারপর আমরা রিসেপশনে ফোন করার চেষ্টা করি। বুঝতে পেরে ওই ব্যক্তি বাধা দিয়ে বলেন, তিনি ঘর পরিষ্কারের কাজ করতে এসেছেন। আমি তাকে পালটা জিজ্ঞেস করেছিলাম, দরজায় ধাক্কা না দিয়ে বা কলিং বেল না বাজিয়ে কে এই ভাবে দরজা খুলতে আসে? তাও রাত ১২.৩০ টায়?’ প্রসঙ্গত, মৌনী রায় এবং সঞ্জয় দত্ত ছাড়াও ‘দ্য ভ‚তনি’ ছবিতে সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খানের মতো তারকারাও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত কুমার সচদেবা। যে সিনেমায় মৌনীকে একটি ভ‚তের ভ‚মিকায় অভিনয় করতে দেখা যাবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION