1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ভিন্ন রূপে ধরা দিলেন রক

  • প্রকাশের সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২২ বার সংবাদটি পাঠিত

বিনোদন কণ্ঠ

‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে যারা সবসময়ই পরিচিত অ্যাকশন হিরো মনে করেন তাদের জন্য চমক অপেক্ষা করছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার নতুন ট্রেলারে জনসন এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন। যা দেখে অনেকেই তাঁকে চিনতেই পারবেন না! এ২৪ স্টুডিওর নির্মিত এই জীবনীভিত্তিক স্পোর্টস ড্রামায় জনসন অভিনয় করছেন মার্ক কের চরিত্রে। এই চরিত্রটি একজন মিক্সড মার্শাল আর্টস যোদ্ধার। যিনি দুবারের টঋঈ হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং প্যান আমেরিকান গেমসের স্বর্ণপদকজয়ী। সিনেমাটি কেরের রিংয়ের সাফল্য, মাদকাসক্তি এবং সাবেক স্ত্রী ডন স্টেপলসের সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠেছে। ট্রেলারে জনসন তার পরিচিত চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। উইগ, প্রস্থেটিক মেকআপ আর ভারী রূপান্তরের মাধ্যমে তিনি প্রায় অচেনা হয়ে হাজির হয়েছেন। যদিও মাঝে মাঝে তার পুরনো কিছু শারীরিক আচরণ লক্ষ করা যায় তবে বেশিরভাগ সময় তাকে চিনে নেওয়া কঠিন। এই সিনেমা বেনি সাফদির একক পরিচালনায় প্রথম কাজ। সাফদি এর আগে ‘আনকাট জেমস’-এর মতো প্রশংসিত সিনেমা পরিচালনা করেছেন। ছবিটিতে জনসনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এমিলি বøান্ট। দুজনের রসায়নটা বেশ জমজমাট হয়ে ফুটে ওঠবে পর্দায়। এছাড়া জনসন ও বøান্ট একসাথে কাজ করছেন একটি মার্বেল-ধর্মী গ্যাংস্টার সিনেমায়। সেটি মার্টিন স্করসেসি পরিচালনা করবেন বলে জানা গেছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমাটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩ অক্টোবর।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION