1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

পুষ্পা ২: মুক্তির আগেই ক্ষুব্ধ দর্শক!

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার সংবাদটি পাঠিত
পুষ্পা ২: মুক্তির আগেই ক্ষুব্ধ দর্শক!

কণ্ঠ ডেস্ক

মুক্তির আগে মুগ্ধতার কথা ছিলো, অথচ দর্শকরা প্রকাশ করছে ক্ষুব্ধতা! ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’। যার মাধ্যমে পর্দায় আবার পুষ্পা রাজ হয়ে ফিরছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা হচ্ছেন শ্রীভল্লি। দু’জনের পুরনো রসায়ন নতুন করে দেখার অপেক্ষায় অধীর যখন দর্শক, তখনই মিলছে অসন্তোষের খবর। যার শুরুটা হয়েছে ২৯ নভেম্বর। দর্শকদের আগ্রহের চাপে এদিন (শক্রবার) ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার ‘পুষ্পা’ সিক্যুয়েলের জন্য অতিরিক্ত শো-এর ব্যবস্থা করেছে। যাতে করে মুক্তি পাওয়ার প্রথম দিন থেকে আরও বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারে। শো সংখ্যা বাড়িয়ে টিকিট স্বাভাবিক রাখলেও সেটির যে মূল্য ধরা হয়েছে, তাতেই চটেছে দর্শক। অভিযোগ, টিকিটের দাম অনেক বেশি রাখা হয়েছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নিন্দার ঝড় উঠেছে।জানা গেছে, ৪ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে নয়টা থেকে যে শো শুরু হবে সেই শো-এর টিকিট মূল্য ৮০০ রুপি ধার্য করা হয়েছে। বিশেষ স্ক্রিনিংয়ের সময় সিঙ্গেল স্ক্রিনের জন্য ১৫০ রুপি এবং মাল্টিপ্লেক্সগুলির জন্য ২০০ রুপি বাড়ানো হয়েছে। এতে করে টিকিট মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩০০০ রুপি পর্যন্ত! স্পেশাল শো-এর নামে টিকিটের যে দাম বাড়ানো হয়েছে তাতে করে তীব্র প্রতিক্রিয়া আসছে সোশ্যাল হ্যান্ডেলে। একজন লিখেছেন, ‘‘প্রথমত আমি মনে করি ‘পুষ্পা ২’ শোয়ের টিকিট মূল্য বাড়ানোর দরকার নেই। অন্য যে কোনও প্যান-ইন্ডিয়ান সিনেমার তুলনায় এটার বাজেট কম। তাহলে প্রযোজকরা কেন সরকারের কাছে টিকিটের মূল্য বৃদ্ধির কথা বলেছেন? এটা স্পষ্ট যে, তারা চায় সিনেমা ১০০০ কোটির আয় করুক কিন্তু টিকিট মূল্য বাড়ানোর এই অভ্যাস সিনেমাকে প্রভাবিত করবে এবং পরবর্তী সিনেমার সময় হলগুলো খালি হয়ে যাবে।’’আরেকজন লিখেছেন, ‘টিকিটের মূল্য বৃদ্ধির ফলে প্রেক্ষাগৃহে কম দর্শক আসবে এবং ওটিটিতে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকবে।’ ‘সালার’ এবং ‘দেবরা’র মতো তেলুগু চলচ্চিত্রের জন্য আগের উচ্চ-মূল্যের টিকিটের দাম ছিল ৩৯৫ থেকে ৪৯৫ রুপি পর্যন্ত। পরে সেটি ৬০০ রুপি পর্যন্ত উঠেছে। সে হিসাবে ‘পুষ্পা ২’ নতুন নজির স্থাপন করে দারুণ বিতর্কের জন্ম দিয়েছে। ‘পুষ্পা ২: দ্য রুল’ পরিচালনা করেছেন সুকুমার। ছবিতে আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, জগদীশ, রমেশ রাও প্রমুখ। এবারও বিশেষ চমক হিসেবে থাকছেন সঞ্জয় দত্ত।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION