কণ্ঠ ডেস্ক
মুক্তির আগে মুগ্ধতার কথা ছিলো, অথচ দর্শকরা প্রকাশ করছে ক্ষুব্ধতা! ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’। যার মাধ্যমে পর্দায় আবার পুষ্পা রাজ হয়ে ফিরছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা হচ্ছেন শ্রীভল্লি। দু’জনের পুরনো রসায়ন নতুন করে দেখার অপেক্ষায় অধীর যখন দর্শক, তখনই মিলছে অসন্তোষের খবর। যার শুরুটা হয়েছে ২৯ নভেম্বর। দর্শকদের আগ্রহের চাপে এদিন (শক্রবার) ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার ‘পুষ্পা’ সিক্যুয়েলের জন্য অতিরিক্ত শো-এর ব্যবস্থা করেছে। যাতে করে মুক্তি পাওয়ার প্রথম দিন থেকে আরও বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারে। শো সংখ্যা বাড়িয়ে টিকিট স্বাভাবিক রাখলেও সেটির যে মূল্য ধরা হয়েছে, তাতেই চটেছে দর্শক। অভিযোগ, টিকিটের দাম অনেক বেশি রাখা হয়েছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নিন্দার ঝড় উঠেছে।জানা গেছে, ৪ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে নয়টা থেকে যে শো শুরু হবে সেই শো-এর টিকিট মূল্য ৮০০ রুপি ধার্য করা হয়েছে। বিশেষ স্ক্রিনিংয়ের সময় সিঙ্গেল স্ক্রিনের জন্য ১৫০ রুপি এবং মাল্টিপ্লেক্সগুলির জন্য ২০০ রুপি বাড়ানো হয়েছে। এতে করে টিকিট মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩০০০ রুপি পর্যন্ত! স্পেশাল শো-এর নামে টিকিটের যে দাম বাড়ানো হয়েছে তাতে করে তীব্র প্রতিক্রিয়া আসছে সোশ্যাল হ্যান্ডেলে। একজন লিখেছেন, ‘‘প্রথমত আমি মনে করি ‘পুষ্পা ২’ শোয়ের টিকিট মূল্য বাড়ানোর দরকার নেই। অন্য যে কোনও প্যান-ইন্ডিয়ান সিনেমার তুলনায় এটার বাজেট কম। তাহলে প্রযোজকরা কেন সরকারের কাছে টিকিটের মূল্য বৃদ্ধির কথা বলেছেন? এটা স্পষ্ট যে, তারা চায় সিনেমা ১০০০ কোটির আয় করুক কিন্তু টিকিট মূল্য বাড়ানোর এই অভ্যাস সিনেমাকে প্রভাবিত করবে এবং পরবর্তী সিনেমার সময় হলগুলো খালি হয়ে যাবে।’’আরেকজন লিখেছেন, ‘টিকিটের মূল্য বৃদ্ধির ফলে প্রেক্ষাগৃহে কম দর্শক আসবে এবং ওটিটিতে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকবে।’ ‘সালার’ এবং ‘দেবরা’র মতো তেলুগু চলচ্চিত্রের জন্য আগের উচ্চ-মূল্যের টিকিটের দাম ছিল ৩৯৫ থেকে ৪৯৫ রুপি পর্যন্ত। পরে সেটি ৬০০ রুপি পর্যন্ত উঠেছে। সে হিসাবে ‘পুষ্পা ২’ নতুন নজির স্থাপন করে দারুণ বিতর্কের জন্ম দিয়েছে। ‘পুষ্পা ২: দ্য রুল’ পরিচালনা করেছেন সুকুমার। ছবিতে আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, জগদীশ, রমেশ রাও প্রমুখ। এবারও বিশেষ চমক হিসেবে থাকছেন সঞ্জয় দত্ত।