ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ২টি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার সকালে ঝিনাইদহ আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ তাদের দুজনের এ রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, ২০১৩ সালের ফেব্রæয়ারি মাসের ১৯ তারিখে কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী বøগাদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করে ওলামা মাশায়েখরা। সেসময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের আগস্ট মাসের ২৬ তারিখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক এমপি শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গত ১১ জুন রাজধানীতে ডিবি পুলিশের হাতে আটক হন মিন্টু। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু থানায় আরও ৪টি হত্যা মামলা করা হয়। এগুলোর মধ্যে ২০১৩ সালে ঝিনাইদহ শহরের হাটের রাস্তার মোড়ে আবদুস সালাম ও ২০১৫ সালে শহরের মডার্ন মোড়ে তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় পৃথক মামলায় আজ তাঁকে আদালতে তোলা হয়েছিল। আদালত সূত্র আরও জানায়, আজ সকাল সাতটায় সাইদুল করিমকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় তাঁকে কাঠগড়ায় তোলা হয়। সিআডির পক্ষ থেকে আদালতে সালাম হত্যা মামলায় ৭দিন ও তরিকুল হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে তাদেরকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে আসামির পক্ষে আইনজীবী ইসমাইল হোসেন, আবদুল মান্নান ও সামছুজ্জামান শুনানিতে অংশ নেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি মামুন আবদুল্লাহ জানান, ওই দুই মামলায় যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন তাঁরা। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।