ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতরা হলেন বিশ্বনাথপুর গ্রামের আলী হোসেন ওরফে হযরত আলী, জাহিদ হাসান অপু, সুজন, রাজু, মসিয়ার রহমান, নুরুন্নবী, আলাউদ্দিন, সাজু ও নয়নকে যশোর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আলী হোসেন ওরফে হযরত আলীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার পুড়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুদিন আগে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব ভেঙে যায়। এরপর বিশ্বনাথপুর গ্রামের নসিমন চালক রাজুকে মারধর করা হয়। পরে রাজুকে উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরকেও মারধর করেন আনিচুর ও তার সহযোগীরা। পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়াপাড়া বাজারে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশে বসার আগেই সেখানে অতর্কিত হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। মান্দারবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, আকস্মিক হামলায় নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। হামলায় আনিচুরসহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। এতথ্য নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আহতদের মধ্যে দু’জন মহেশপুর ও আটজন যশোর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষ অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।