ঝিনাইদহ অফিস
দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের হামদহ বাংলাদেশ প্রতিদিনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ঠ সমাজ সেবক লিয়াকত হোসেন, আমারদেশ প্রতিনিধি আরিফুল আবেদীন টিটো, সাংবাদিক নেতা ও সাবেক অধ্যাপক কেএম সালেহ,সাংবাদিক সাজ্জাদ আহমেদ,শাহানুর আলম, মাহফজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি অরিত্র কুন্ডু। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। প্রধান অতিথি বলেন, অনেক সাহসীকতার সাথে বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। সবদিক মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি এবং প্রচার সংখ্যায়ও শীর্ষে অবস্থান করছে। বিএনপির দুর্দিনে বাংলাদেশ প্রতিদিন সাথে থেকে তাদের লেখুনির মাধ্যমে সহযোগিতা করেছে। আগামী দিনে বাংলাদেশে গনতন্ত্র ফেরাতে তাদের লেখুনির মাধ্যমে সকল ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরবে বলে আমরা মনে করি। যাতে নির্বাচন দ্রুততম সময় দিতে বাধ্য হয় এবং দেশে গনতন্ত্র ফিরে আসে।