নড়াইল সদর প্রতিনিধি
নড়াইল শহর সংলগ্ন সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) সকাল ৯টার দিকে জাতীয় ইমাম সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে ওই মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের খতিব মুফতি হেদায়েত হোসেন, নবগঙ্গা ডিগ্রী কলেজের প্রফেসর আমিনুর রহমান, উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম সরদার। বক্তারা বলেন, এই বাদশা সরদার ফ্যাসিবাদী আওয়ামী স্টাইলে বিভিন্ন সময় আলেম-উলামাদের উপর অত্যাচার, নির্যাতন এবং মারধর করে। যেহেতু এর আগেও তিনি একাধিক ইমামকে তিনি মারধর করেছেন সেহেতু তার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত নড়াইল জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে এই মসজিদে কোনো ইমাম নিয়োগ দেওয়া হবে না।উল্লেখ্য, নড়াইল সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম সোহেল সরদারের পিতা বাদশা সরদার গতকাল ১০ই মে ২০২৫ ইং তারিখ শনিবার আসর নামাজের পূর্ব সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জল কে বাদশা সরদারের বিছানো জায়নামাজ সরানো কে কেন্দ্র করে অন্যায়ভাবে গালিগালাজ সহ কিল ঘুষি মারতে থাকে। স্থানীয় মুসল্লীরা বাধা দিলে তাদেরকেও হাতের কবজি কেটে নেওয়ার হুমকি দেয় এবং মসজিদের বাইরে এসে রামদা ও ভেলা নিয়ে অপেক্ষা করতে থাকে ইমামকে মারার জন্য। এ ঘটনায় গতকাল আসর থেকে এ পর্যন্ত মসজিদে আযান এবং নামাজ বন্ধ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল কবীর জানান, অপরাধীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং একাধিক অভিযান ইতোমধ্যেই পরিচালনা করা হয়েছে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি পলাশ সরদার, শামীম সরদার, সবুজ সরদার, মহব্বত হোসেন, মনিরুল সরদার, দুলাল সরদার, অমিত হাসান সরদার, সরোয়ার শেখ, হিরু গাজী, পুরাতন ফেরিঘাট জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, বোড়াবাদুরিয়া মসজিদের ইমাম আব্দুল আলিম, মালিবাগ মসজিদের ইমাম আল আমিন, নাজমুল অহিদ, শরিফুল ইসলাম, ইরফানুল বারী উজ্জ্বল, সার মশিয়ার, মিজান মোল্যা সহ গ্রামের গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ সহ দুই শতাধিক মানুষ।