এম কামরুজ্জামান,শ্যামনগর
পশ্চিম সুন্দরবন থেকে ডাকাত মুক্ত করুণ,মৎস্য জীবীদের পরিবার বাঁচান, সুন্দরবনের পর্যটকদের ভ্রমনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করুন ও সুন্দরবন নির্ভর অসহায় মৎস্যজীবীদের জীবিকা রক্ষার এক মাত্র আয়ের পথ বনদস্যু কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের প্রতিবাদে শত শত মৎস্যজীবীদের উপস্থিতিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৫ নভেম্বর সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে চত্বরে সাতক্ষীরা রেঞ্জ,সুন্দরবন পশ্চিম বনবিভাগের মৎস্যজীবীদের আয়োজনে বাবুল রহমানের সঞ্চালনায় জেলেদের প্রতিনিধি মোঃ আজিবর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজুরুল ইসলাম,উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজান নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুজ্জামান (সহিদ),জামায়াত নেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল রহমান প্রমুখ। জেলেদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ,আমজাদ হোসেন,আইয়ুব আলী তার বলেন,পূর্ব পুরুষের আমল থেকে পার্শ্ববর্তী সুন্দরবনের উপর বংশানুক্রমে আমরা নির্ভরশীল। বছরের অধিকাংশ সময় সুন্দরবনের মাছ-কাঁকড়া ধরে জীবন-জীবিকা নির্বাহ করি। পরিবার ও সন্তানদের ভরণ-পোষন করি।সম্প্রতি সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু বাহিনীর তৎপরতা শুরু হয়েছে। গত এক মাসেরও বেশী সময়ের পূর্ব থেকে মঞ্জু বাহিনী পরিচয়ে ৩ সদস্যের একটি বাহিনী একে একে ৩০ জনের বেশী জেলেকে জিম্মি করে কয়েক লক্ষ টাকা মুক্তিপন বাবদ আদায় করেছে।একই ভাবে আলিম ও মিলন পাটোয়ারী নামে আরো দুইজন বনদস্যুগ্রুপের দল বল নিয়ে সুন্দরবনে দস্যুতা শুরু করেছে। তারা কাঁকড়া ও মাছ শিকারে যাওয়া জেলেদের জিম্মি করে নৌকার মালিক সহ দাদন ব্যবসায়ী অনেক ক্ষেত্রে পরিবারদের নিকট থেকে মাথাপিছু ২০-৫০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপন আদায় করছে। সুন্দরবনের উপর নির্ভরশীল উপকুলীয় জনপদের প্রায় ৫৫০০০ হাজার পরিবারের সার্বিক দুরাবস্থার কথা বিবেচনা করে আবারো মাথা চাড়া ওঠা বনদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিবালয় ঢাকা,র্যাব মহাপরিচালক সদর দপ্তর ঢাকা ও জেলা প্রশাসক সাতক্ষীরাকে স্মারকলিপি প্রদান করা হয়।