1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাতক্ষীরায় ৬৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক-১

  • প্রকাশের সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩ বার সংবাদটি পাঠিত
সাতক্ষীরায় ৬৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক-১

ওমর ফারুক বিপ্লব,সাতক্ষীরা 

ভারতে পাচারকালে সাতক্ষীরা শহর থেকে থেকে ৬৯ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে ভাঁদিয়ালী সীামান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিকেল ৩ টা ২০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আটক চোরাকারবারী নাম মোঃ তজিবুর রহমান (৪৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, ভারতে পাঁচারের উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ভাঁদিয়ালী সীামান্তে স্বর্ণের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে মোটরসাইকেলযোগে তজিবুর রহমান নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে কোমরের বাম পাশে প্যান্টের সাথে স্কচটেপ দ্বারা পেঁচানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বারসহ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৫৪১ গ্রাম যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখার দায়ে অভিযুক্ত আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিধীন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION