1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মণিরামপুরে স্বেচ্ছাসেবীদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময়

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩২৩ বার সংবাদটি পাঠিত

আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুরঃ

যশোরের মণিরামপুরে কোভিড-১৯ মোকাবেলায় জীবণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে করোনা ভাইরাসজনিত দূর্যোগ মোকাবেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা।

পৌর শহরের বিভিন্ন পয়েন্টে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বহিরাগতদের আগমন হলে সেখানের খবরাখবর গুলো উপজেলা প্রশাসনকে জানানো সহ হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সেবাই কাজ করে চলেছে পৌরসভার ৯০জন স্বেচ্ছাসেবী।

মণিরামপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে গঠিত হয় এই স্বেচ্ছাসেবী টিম। জানা যায় উপজেলার ১৭টি ইউনিয়নে কাজ করছে মোট ২৩০জন স্বেচ্ছাসেবী।

আজ ০৭মে বৃহস্পতিবার মণিরামপুর উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা সবাই মিলে কাজ করতে পারলে করোনা মোকাবেলা সম্ভব হবে।” স্বেচ্ছাসেবীদের নিজেদের সেফটি মেনে চলার পারামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান মেয়র ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মণিরামপুর উপজেলা শাখা, জনাব প্রভাষক মো ফারুক হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মণিরামপুর উপজেলা শাখা, জনাব মো রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ মণিরামপুর থানা।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মো আহসান উল্লাহ শরিফী, উপজেলা নির্বাহী অফিসার মণিরামপুর, যশোর।

ইউএনও আহসান উল্লাহ শরিফী তার বক্তব্যে বলেন, “করোনা মোকাবেলায় সরকার যে উদ্যোগ গুলো নিয়েছে সেগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের সবার একসাথে মিলে করোনা মোকাবেলা করতে হবে।”

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রতীমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা সজীব কুশারী ও কবির খান।

স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবী টিমের উপজেলা মেন্টর আল হেলাল মামুন, টিম মেন্টর আব্দুল্লাহ আল হাসিব, পৌরসভা মেন্টর আক্তারুজ্জামান সুমন, মেন্টর তাসনিমুল হাসান প্রান্ত সহ পৌরসভা টিমের ওয়ার্ড টিম লিডারগণ ও ইউনিয়নের টিম লিডারগণ এবং স্বেচ্ছাসেবী টিমের সদস্য বৃন্দ।

দেশের এমন সংকটময় পরিস্থিতি খুব শীঘ্রই অনুকূলে আসবে এমনটাই কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION