1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

পিডিবির কর্মীদের সম্পদের হিসাব দিতে হবে ২৮ নভেম্বরের মধ্যে

  • প্রকাশের সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩২ বার সংবাদটি পাঠিত
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)

কণ্ঠ ডেস্ক

আগামী ২৮ নভেম্বরের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আজ বুধবার (১৩ নভেম্বর) পিডিবির সচিব সেলিম রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কর্মচারীদের আগামী ২৮ নভেম্বরের মধ্যে স্ব-স্ব দফতর প্রধানদের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব বরাবর সম্পদ বিবরণী পাঠাতে হবে।প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ সেপ্টেম্বর নির্দেশ দেয়, সব সরকারি কর্মচারীর অর্জিত সম্পদ বিবরণী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিল করতে হবে। সে লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা এবং কর্মচারীদের অর্জিত সম্পদ বিবরণী নির্ধারিত ফর্মে আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব-স্ব দফতর প্রধানের কাছে দাখিল করতে হবে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে দাবি তোলা হয়। অন্তবর্তী সরকার বিষয়টি আমলে নিয়ে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জন কমে আসবে বলে মনে করা হচ্ছে। একবার কোনও সরকারি চাকরিজীবী সম্পদ বিবরণী জমা দিলে তার বাইরে কোনও সম্পদ থাকলে তা অবৈধ বিবেচিত হবে।শেখ হাসিনা সরকারের পতনের পর বিদ্যুৎখাতে দুর্নীতির অভিযোগ ওঠে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আত্মগোপনে গেলেও এই খাতের অভিযুক্ত কর্মকর্তারা এখনও কাজ করছেন। এক্ষেত্রে সম্পদ বিবরণী ধরে সম্পদের অনুসন্ধান করলে কর্মীদের দুর্নীতির বিষয়গুলো আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎখাতের একক ক্রেতা হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাজ করছে। আবার বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্বেও রয়েছে সরকারি কোম্পানি। এসব কোম্পনিও হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। একইসঙ্গে বিতরণ কোম্পানিগুলো বিদ্যুৎ সরবরাহ লাইন ও সাবস্টেশন নির্মাণ করে থাকে। কোম্পানি আইনে বোর্ডের মাধ্যমে এসব কোম্পানি চললেও সবগুলোর শতভাগ মালিকানা রয়েছে সরকারের হাতে। ফলে এসব কোম্পানির সব কর্মকর্তা কর্মচারীর হিসাব নেওয়া উচিত। জানতে চাইলে পিডিবির মুখপাত্র পরিচালক (জনসংযোগ) শামীম আহসান বলেন, এর আগে সাবেক সরকারের সময় পিডিবির কর্মকর্তা কর্মচারীরা একবার সম্পদের হিসাব দিয়েছিল। এবার আবারও আমাদের কাছে হিসেব চাওয়া হয়েছে। আমরা নির্ধারিত সময়ে হিসেব জমা দিতে পারবো বলে আশা করছি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION