1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

সরকারের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া – বাণিজ্য উপদেষ্টা 

  • প্রকাশের সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪৭ বার সংবাদটি পাঠিত

জহুরুল ইসলাম 

এবারের কোরবানি ঈদে সরকার নির্ধারিত দামেই পশুর চামড়া বিক্রি হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং কিছু নিউজ মিডিয়ায় এ ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (৯ জুন) দুপুরে যশোরের রাজার হাট চামড়ার হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে।

শেখ বশিরউদ্দীন বলেন, চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনার টাকা সরকার ঈদের আগেই ছেড়ে দিয়েছিল। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রফতানির জন্য ছাড় দিয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুদ বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্যের আরও বেশি পাবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন চামড়া ব্যবস্থাপনায় কাজ করছে। জাতীয় পর্যায়ে আমরা একটি কন্ট্রোল রুম করেছি। সেখানে ২৪ ঘন্টা চামড়া ব্যবস্থাপনা মনিটরিং হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি চামড়ার উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে যেটা লবণ দেয়া চামড়া। সরকার নির্ধারিত মূল্যেই সেটা বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ও মেইনস্ট্রিমের কিছু মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে।

এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার ,সদর  উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, যশোর বিসিকের মহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, বিসিক শিল্প নগরী কর্মকর্তা মেহেদী হাসান  প্রমূখ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION