স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজনকে অটক করা হয়েছে। গত রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার বুইকরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বুইকরা গ্রামের মো.ইকবাল খান এর ছেলে মো.শারিফ খান (২৯), একই গ্রামের রূপা বেগম (২৬) এবং মোহাম্মদ সোহাগ (৩২)। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্প জানতে পারে বুইকরা গ্রামের মো.শারিফ খান নামক এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এরই সূত্র ধরে, অভয়নগর আর্মি ক্যাম্পের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন,তিন রাউন্ড তাজা বুলেট ও একটি চাইনিজ কুড়ালসহ মো.শারিফ খান নামক এক যুবককে আটক করে। পরে জব্দকৃত মালামালসহ আসামীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে একই দিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্প জানতে পারে রুপা বেগম ও মোহাম্মদ সোহাগ নামের দুইজন মাদক কারবারি বুইকরা গ্রামের আকন্দি পাড়া এলাকায় মাদক সরবরাহের কাজে লিপ্ত আছে। এমন সংবাদের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ২৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হিরোইনসহ রূপা বেগম এবং মোহাম্মদ সোহাগ নামের দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ আসামীদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক জানান, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন,তিন রাউন্ড তাজা বুলেট ও একটি চাইনিজ কুড়ালসহ মো.শারিফ খান নামক এক যুবককে বুইকরা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এবং একই দিন রাতে ২৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হিরোইনসহ রূপা বেগম এবং মোহাম্মদ সোহাগ নামের দুইজন মাদক কারবারিকে বুইকরা গ্রামের আকন্দি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে পৃথক অভিযানে আটককৃতদের এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত পৃথক মামলা প্রক্রিয়াধীন আছে।