1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার সংবাদটি পাঠিত
জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে মতবিনিময় সভা
এম কামরুজ্জামান,স্টাফ রিপোর্টার,শ্যামনগর 
শ্যামনগরে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জিব দাসের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এ মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, সুধীজন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ,উপজেলার মাদক- চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরেন। এর পাশাপাশি সুন্দরবন ও শ্যামনগরে সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথি নবাগত  জেলা প্রশাসক  মোস্তাক আহমেদ সকলের  মতামতকে প্রাধান্য দিয়ে বলেন, বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর এখানে সুন্দরবন সহ  সম্ভাবনাময় অনেক খাতের উন্নয়নে প্রচেষ্টা থাকবে।  তিনি আরোও বলেন,সন্ত্রাস চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ভূমিকা পালন করবে । আপনারা যে সমস্ত বিষয় তুলে ধরেছেন পর্যায়ক্রমে সে বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রশাসন কাজ করবে । এ উপজেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা সহ এ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সরকারী কর্মকর্তা -কর্মচারী, সুধীজন ও সাংবাদিকদের সম্মিলিত সহযোগীতা চান তিনি।এসময় মতামত ও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্যামনগর উপজেলা দ্বায়িত্বরত মেজর মুশফিক রহমান। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  মাষ্টার আব্দুল ওয়াহেদ, জামায়ত ইসলামী বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি প্রভাষক আবু সাঈদ,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম,ভূরুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী,এনজিও প্রতিনিধি মারুফ হোসেন (মিলন) সহ ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,  সরকারী কলেজ শিক্ষক প্রতিনিধি, এমপিও কলেজ শিক্ষক প্রতিনিধি, হাইস্কুল শিক্ষক প্রতিনিধি, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি, ইমাম প্রতিনিধি,পূজা উদযাপন পরিষদ প্রতিনিধি, ব্যবাসায়ী প্রতিনিধি, পুরহিত প্রতিনিধি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তাগন, সাংবাদিক, সশীল সমাজের নেতৃবন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION