1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
বরিশালে ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৮১ মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট ক্ষতিকর ইট ভাটা বন্ধের নির্দেশনা দিলেন নিবার্হী অফিসার রনি খাতুন সাবেক র‍্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর বিচার দাবি রাটারডাম উৎসবের লাইমলাইট বিভাগে ‘কাজলরেখা’ অধিকার, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গান নিয়ে হতাশ দর্শকরা আশঙ্কাজনকভাবে ভয়ংকর অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক মণিরামপুরে ব্র্যাকের লার্নার প্যারেন্টস বেসিক অরিয়েন্টেশন অনুষ্ঠিত ঐশ্বরিয়ার কারণেই কি হৃতিক-অভিষেকের ছোটবেলার বন্ধত্বে তিক্ততা

অনলাইনে ভ্যাট দেওয়ার পর হার্ডকপি দাখিল করতে হবে না

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার সংবাদটি পাঠিত
এনবিআর

কণ্ঠ ডেস্ক

কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।মঙ্গলবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে যে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা (সহগ, এটি একটি পরিসংখ্যানগত পদ যা প্রায়শই দুই বা তার বেশি মান পরিমাপ করতে ব্যবহৃত হয়) ইত্যাদি দাখিল করার পর কোনও কোনও ক্ষেত্রে ভ্যাট অফিসার হার্ডকপি চায়, যা আইনসঙ্গত নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না। তাছাড়া, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে (ভ্যাট সার্কেল অফিস) কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। এছাড়া দাখিলপত্র ডাকযোগেও পাঠানো যায়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION