তাজাম্মূল হুসাইন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্বরণ সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মাদ মুছা ও মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মীর একটি বিশাল মিছিল। বিএনপির এ দু’নেতার মিছিলের স্লোগানে স্লোগানে প্রকম্পিত ছিল যশোর টাইনহল ময়দান এলাকা। সরেজমিনে দেখা যায়, যশোরের বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলোর মধ্যে তাদের মিছিলটি সবার দৃষ্টি কাড়ে। এতে জেলা বিএনপির নেতাদের প্রশংসায় ভেসেছেন মোহাম্মাদ মুছা ও আসাদুজ্জামান মিন্টু। মঙ্গলবার দুপুরে যশোর টাইনহল ময়দানে পবিত্র কোরআন তেলাওয়াদের মধ্য দিয়ে প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর স্বরণ সভা শুরু হয়। স্বরণ সভায় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এর আগে দুপুর ৩টা থেকেই যশোরের আশপাশের এলাকার মতো মণিরামপুর থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নিয়ে স্বরণ সভায় হাজির হন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মাদ মুছা ও মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু। মিছিলে নেতাকর্মীদের হাতে হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা। এ বিষয়ে বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু বলেন, মণিরামপুর থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর প্রয়াত তরিকুল ইসলামের স্বরণ সভায় যোগ দিয়েছে। তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণবঙ্গের লৌহ মানব। তিনি কখনো নিজের কথা ভাবেননি। সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁকে খুলনা বিভাগের বিএনপির দায়িত্ব দিয়েছিলেন। তাঁর কারণে দক্ষিণবঙ্গে বিএনপি একটি শক্তিশালী দলে পরিণত হয়েছিল।